ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকায় ভারতীয় করোনার ধরন শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ৯ মে ২০২১

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ৪ জনের শরীরে ভারতীয় করোনার ধরন শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ কথা জানায়। ওই মহাদেশে এর আগে কেনিয়া, উগান্ডা ও মরক্কোয় ভারতীয় ধরন শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকা এ ক্ষেত্রে চতুর্থ দেশ।

স্বাস্থ্যমন্ত্রী জুয়েল মিখাইজ এক বিবৃতিতে বলেছেন, গুতেং ও কাজালু-নাতাল প্রদেশে চার জনের শরীরে ভারতীয় করোনার ধরন বি.১.৬১৭.২ শনাক্ত হয়েছে। এরা সকলেই সম্প্রতি ভারত সফর করেছেন।

ভারতে বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির করোনার ধরন বিশ্বের ১৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

এদিকে বিশ্বের অনেক দেশ ভারতের সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দিলেও দক্ষিণ আফ্রিকা এখনও তা করেনি।
এ বিষয়ে কেবিনেটে আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ১৫ লাখ ৯০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫৪ হাজার ৭শ’রও বেশি লোক।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি