ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

গুয়েতেমালায় টিকা সংকটে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ৯ মে ২০২১

কোভিড-১৯ টিকার ঘাটতির দায়ে গুয়েতেমালার প্রেসিডেন্ট আলিজান্দ্রো গিয়ামমেট্টির পদত্যাগের দাবিতে শনিবার রাজধানীতে অনেক লোক বিক্ষোভ করেছে। বিক্ষোভে যোগ দেয়া ৪৮ বছর বয়সের কারলা পিরেজের হাতের ব্যানারে লেখা রয়েছে, “আমরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছি এবং ভ্যাকসিনের টাকা কোথায় গেল তা জানতে চাই।”

ব্যাপক পুলিশ পাহারাধীন ন্যাশনাল প্যালেসের সামনে এক প্রতিবাদ সমাবেশে ব্যানার হাতে ওই নারী বিক্ষোভকারী বলেন, “ভ্যাকসিন বাহুতে দেয়ার জন্য, পকেটে রাখার জন্য নয়।”

গত ফেব্রুয়ারি থেকে গুয়েতেমালায় ৬ লাখ ৫৮ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন এসেছে, এর কিছু কেনা, কিছু দান থেকে এসেছে। দেশটির জনসংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশী। অব্যবস্থাপনা এবং দুর্নীতির অভিযোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

দেশটির একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সান কার্লোস এর এসোসিয়েশন অব ইউনিভার্সিটি স্টুডেন্ট (এইইউ) নেতা জর্জ বুকারো বলেন,“অর্থ ব্যবহারে সরকার অত্যন্ত অস্বচ্ছ।”
গত বছরের মার্চ থেকে এপর্যন্ত দেশটিতে ৭ হাজার ৬৯৫ জনের মৃত্যু এবং ২ লাখ ৩৩ হাজার ৬৯৬ জন আক্রান্ত হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি