ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বোমার বদলে বোমা : হামাসের মুখপাত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ১২ মে ২০২১

Ekushey Television Ltd.

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফুজি বারহুম বলেছেন, বোমার জবাব বোমা দিয়ে দেয়ার ক্ষেত্রে প্রতিরোধ সংগ্রামীরা বিন্দুমাত্র পিছু হটবে না।

তিনি আরো বলেছেন, বোমার পরির্তে ইটপাটকেল নিক্ষেপের দিন বহু আগে শেষ হয়ে গেছে; এখন ইসরাইলির শত্রুর সঙ্গে কথা হবে শক্তির ভাষায়।

হামাসের মুখপাত্র আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে যুদ্ধের ময়দানে পেরে না উঠে গাজার আবাসিক এলাকা এবং অবলা নারী ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে।

বারহুম বলেন, প্রতিরোধ সংগ্রামীরা ফিলিস্তিনি জাতির জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সংগ্রাম শক্তিমত্তার সঙ্গে অব্যাহত থাকবে। তিনি তেল আবিবকে ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে নিজের হিসাব-নিকাশ পুনর্মূল্যায়ন করার আহ্বান জানান।
সূত্র : পার্সটুডে
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি