ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ১২ মে ২০২১

গাজা উপত্যকায় ইসলামী গ্রুপ হামাসের শীর্ষ সদস্যদের ঘরবাড়ি লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। এ সময় তারা এ ভূখন্ডের পুলিশ সদরদপ্তর লক্ষ্য করেও বিমান হামলা চালায়। বুধবার সামরিক বাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইসরাইলি সামরিক সূত্র জানায়, ‘হামাসের শীর্ষ পর্যায়ের সদস্যদের ঘরবাড়ি লক্ষ্য করে কয়েক দফা’ বিমান হামলা চালানো হয়েছে।

এদিকে হামাস জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় তাদের গুরুত্বপূর্ণ একটি পুলিশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইযাদ্দিন কাসসাম ব্রিগেড ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি লক্ষ্য করে অন্তত ৫০০ রকেট হামলা চালিয়েছে। এতে অন্তত দুইজন নিহত, কয়েক ডজন আহত হয়েছে। এছাড়া, কয়েকটি অবৈধ বাড়ি ধ্বংস এবং একটি তেল শোধনাগারে আগুন ধরে গেছে।

হামাসের বরাত দিয়ে ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার জানিয়েছেন, গাজা থেকে ইসরাইলের আশদোদ এবং আশকেলন শহরে হামাস ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। মাত্র পাঁচ মিনিটে এই দুই শহরে ১৩৭টি রকেট হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে হামাস বলেছে, ‘দুই শহরের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছি আমরা।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি