ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজায় ইসরাইলের বোমাবৃষ্টি, বহু হতাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ১৩ মে ২০২১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল জঙ্গিবিমানের সাহায্যে একের পর এক বোমা হামলা চালাচ্ছে। এ পর্যন্ত ইসরাইল গাজা উপত্যকায় কয়েকশ বার বিমান হামলা চালিয়েছে। জবাবে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসসহ অন্য সশস্ত্র সংগঠনগুলো ব্যাপকভাবে রকেট হামলা চালাচ্ছে। 

ইসরাইলি আগ্রাসনের জবাবে এ পর্যন্ত ফিলিস্তিনি সংগঠনগুলো এক হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে। এতে দুপক্ষেই হতাহতের সংখ্যা বেড়েছে। ইসলামি জিহাদ আন্দোলনের আল-কুদস ব্রিগেড জানিয়েছে, বুধবার তেল আবিব, আশকেলন বি’র শেবা ও সেদরতে ১০০ রকেট ছুঁড়েছে। হামাসের সামরিক শাখা ইযাদ্দিন আল-কাসসাম জানিয়েছে, তারা ইসরাইল অভিমুখে ২১০টি রকেট ছুঁড়েছে। 

ইহুদিবাদী বাহিনীও জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো সোমবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ইসরাইলের বিভিন্ন শহর লক্ষ্য করে এক হাজারের বেশি রকেট ছুঁড়েছে। তবে, আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করে ইসরাইলি বাহিনী এ পর্যন্ত কতগুলো রকটে ভুপাতিত করতে সক্ষম হয়েছে তা পরিষ্কার নয়। এরইমধ্যে ইসরাইলি সেনারাও স্বীকার করেছে যে, রকেট ভূপাতিত করার ক্ষেত্রে আয়রন ডোম খুব একটা কার্যকর বলে প্রমাণিত হয় নি।   

গাজা থেকে ছোঁড়া রকেটের আঘাতে এ পর্যন্ত তেল আবিবসহ বিভিন্ন শহরে পাঁচ জন নিহত হয়েছে বলে ইসরাইলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এছাড়া, তারা হামাসের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। অন্যদিকে, ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে যে, তাদের বিমান হামলায় হামাসের দুই কমন্ডার শহীদ হয়েছে।
সূত্র : পার্সটুডে
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি