ইসরায়েলি বিমান হামলায় নিহত বেড়ে ৮৪
প্রকাশিত : ১৫:২৭, ১৩ মে ২০২১
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গী বিমান। এ পর্যন্ত ইসরায়েল গাজা উপত্যকায় কয়েকশ বার বিমান হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার ইদুল ফিতরের সকালে ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৩-তে দাঁড়িয়েছে। যার মধ্যে ১৭ জোন শিশু ও ৮ জন নারীও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩৯০ জন ফিলিস্তিনি।
ইসরায়েলি আগ্রাসনের জবাবে এ পর্যন্ত ফিলিস্তিনি সংগঠনগুলো এক হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে। এতে দুপক্ষেই হতাহতের সংখ্যা বেড়েছে।
হামাসের হামলায় এক শিশুসহ কমপক্ষে ৬ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কমপক্ষে ১৫০০টি রকেট হামলা চালিয়েছে হামাস।
ইসলামি জিহাদ আন্দোলনের আল-কুদস ব্রিগেড জানিয়েছে, বুধবার তেল আবিব, আশকেলন বি’র শেবা ও সেদরতে ১০০ রকেট ছুঁড়েছে তারা। হামাসের সামরিক শাখা ইযাদ্দিন আল-কাসসাম জানিয়েছে, তারা ইসরাইল অভিমুখে ২১০টি রকেট ছুঁড়েছে।
ইহুদিবাদী বাহিনীও জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো সোমবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে এক হাজারের বেশি রকেট ছুঁড়েছে। তবে, আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত কতগুলো রকটকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে- তা পরিষ্কার নয়। এরইমধ্যে ইসরায়েলি সেনারাও স্বীকার করেছে যে, রকেট ভূপাতিত করার ক্ষেত্রে আয়রন ডোম খুব একটা কার্যকর বলে প্রমাণিত হয়নি। সূত্র- আলজাজিরা।
এনএস/
আরও পড়ুন