ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ওলি প্রধানমন্ত্রীর পদে পূনর্বহাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ১৪ মে ২০২১

Ekushey Television Ltd.

নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পুনঃনিয়োগ

নেপালে আইন প্রণেতাদের আস্থা ভোটে হেরে যাওয়ার পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে আবারও দেশটির প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে।

কেপি শর্মা ক্ষমতাসীন নেপালি কমিউনিস্ট পার্টি এবং জোট শরিকদের মধ্যে কয়েকমাস ধরে বিরোধের পরে সোমবার অনাস্থা ভোটে হেরে যান।

তবে পরে প্রেসিডেন্ট বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করার আহবান জানান। পরে নেপালি কংগ্রেস দেখতে পায় যে তারা সংখ্যাগরিষ্ট জোটকে একত্রিত করে প্রার্থী দিতে সক্ষম হয়নি।

এতে পার্লমেন্টে বৃহত্তম দলের নেতা হিসেবে ওলি প্রধানমন্ত্রীর পদে পূনর্বহাল হয়েছেন।

প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি প্রধানমন্ত্রী হিসবে কেপি শর্মা ওলিকে নিয়োগ দিয়েছেন।’

দেশটিতে করোনাভাইরাস মহামারি, অক্সিজেন ও হাসপাতালে বেড সংকট থেকে সর্বশেষ এই রাজনৈতিক সংকটে পড়ে।

নেপালে দৈনিক সংক্রমণ ১ এপ্রিল থেকে ৬০ গুণ বৃদ্ধি পেয়েছে এবং গত ১০ দিনে ১ হাজার লোক মারা গেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি