ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঈদের দিন ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৭, ১৪ মে ২০২১

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার (১৪ মে) ঈদের দিনেই ভয়াবহ এ ভূমিকম্পের কবলে পড়ল দেশটি। জিএফজে জার্মান গবেষণা কেন্দ্রের বরাতে দ্য স্টার এমন খবর দিয়েছে। এই ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার বলে খবরে জানিয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা বিএমকেজি বলছে, ভূমিকম্প ছিল সাত দশমিক দুই মাত্রার। গভীরতা ১৯ কিলোমিটার। তবে এতে সুনামির কোনো শঙ্কা নেই।

সিসকা সাসমিতা নামের এক টুইটার ব্যবহারকারী বলেন, সুমাত্রার পূর্ব উপকূলের প্যাডাং শহরেও এই ভূমিকম্প জোরালোভাবে অনুভূত হয়েছে।

নিয়াস দ্বীপের গোরিস তুকান নামের এক অধিবাসী বলেন, আমরা দৌড়ে বাড়ির বাইরে চলে এসেছি। মোটামুটি দীর্ঘ সময় কম্পন অনুভূত হয়েছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হতে দেখা যায়নি।

দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তারা বলেন, অন্তত  ২০ সেকেন্ড এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাব নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি