ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইসরাইল-ফিলিস্তিন সহিংসতা হ্রাসে বাইডেনের আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ২০ মে ২০২১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল-ফিলিস্তিন সহিংসতা ‘উল্লেখযোগ্য হারে হ্রাসের’ আহ্বান জানিয়েছেন। যদিও এ আহ্বান সত্ত্বেও ইসরাইল গাজায় হামলা চালানো অব্যাহত রেখেছে।

উভয়পক্ষে আবারো সহিংসতা এবং সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগের প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানান।

ইসরাইলী সেনাবাহিনী বলছে, তাদের যুদ্ধ বিমান অন্তত ছয় হামাস নেতার বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে। এর কারণ হিসেবে তারা বলছে এসব জায়গায় সামরিক সরঞ্জাম মুজদ ছিল।
গত ১০ মে থেকে ইসরাইল গাজায় বোমা হামলা চালিয়ে আসছে। গাজা থেকে হামাস সদস্যরা ইসরাইলে পাল্টা রকেট হামলা চালাচ্ছে। এ প্রেক্ষিতে বুধবার ওয়াশিংটন থেকে এই কঠোর আহ্বান এসেছে।

এক সপ্তাহের মধ্যে হোয়াইট হাউস থেকে চতুর্থবারের মতো ফোন করা হয় নেতানিয়াহুকে। সর্বশেষ এ ফোনে বাইডেন ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উল্লেখযোগ্য ভাবে সহিংসতা হ্রাসের আহ্বান জানিয়েছেন যাতে যুদ্ধবিরতির পথ তৈরি হয়।

এদিকে বৃহস্পতিবার জার্মানীর শীর্ষ কূটনীতিক যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে ইসরাইলের সাথে আলোচনা করবে।

গাজায় গত ১০ দিনের ইসরাইলী হামলায় ২২৭ জন ফিলিস্তিনী নিহত হয়েছে, আহত হয়েছে ১,৬২০ জন। অন্যদিকে গাজা থেকে ছোঁড়া হামাসের রকেট হামলায় ১২ ইসরাইলী প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ৩৩৩ জন।

এ প্রেক্ষিতে নাম প্রকাশ না করে এক ইসরাইলী সেনা কর্মকর্তা বলেছেন, কোন পর্যায়ে গিয়ে তারা সামরিক অভিযান থামাবে তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, কোন পর্যায়ে গিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে তা আমরা দেখছি।

এদিকে নিরাপত্তা পরিষদে ফ্রান্স যুদ্ধবিরতির যে প্রস্তাব উত্থাপন করেছে তাতে চীন সমর্থন দিলেও যুক্তরাষ্ট্র বাধা হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্র বুধবার বলেছে, তারা এই প্রস্তাব সমর্থন করছে না। দেশটি বলছে, এটি সংকট সমাধানের প্রচেষ্টাকে ব্যাহত করবে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রী হেইকো মাস বৃহস্পতিবার ইসরাইলের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করবেন। এরপর তিনি ফিলিস্তিনী কর্তৃপক্ষের সাথে কথা বলতে দখলকৃত পশ্চিমতীরে যাবেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি