ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীনে বিচারের মুখোমুখী অস্ট্রেলীয় শিক্ষাবিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ২২ মে ২০২১

Ekushey Television Ltd.

চীনা বংশোদ্ভূত অস্ট্রেলীয় শিক্ষাবিদ ও লেখক ইয়াং জুন গুপ্তচরবৃত্তির অভিযোগে আগামী সপ্তাহে বিচারের মুখোমুখী হতে যাচ্ছেন। দুই বছরেরও বেশি সময় বন্দি থাকার পর তার বিরুদ্ধে এ বিচার শুরু করা হচ্ছে। ক্যানবেরার পররাষ্ট্রমন্ত্রী তা নিশ্চিত করেছেন। খবর এএফপি’র।

ক্যানবেরা ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইয়াং হচ্ছেন গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে বন্দি থাকা উচ্চ পর্যায়ের দুই অস্ট্রেলীয় নাগরিকের একজন।

শুক্রবার রাতে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিজ পেনি বলেন, আগামী বৃহস্পতিবার ইয়াংয়ের বিচার শুরু হবে। তার ছদ্মনাম ইয়াং হেংজুন।

পেনি বলেন, ‘অস্ট্রেলিয়ার কর্মকর্তারা বারবার অনুরোধ জানানো সত্ত্বেও চীনা কর্তৃপক্ষ ড. ইয়াংয়ের বিরুদ্ধে আনা অভিযোগের কোন ব্যাখ্যা বা প্রমাণপত্র দেয়নি।’

পেনি এ বিচার কার্য দেখতে অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের আদালতে প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে থাকা তার বাড়ি থেকে চীনে ফেরার সময় ইয়াং গ্রেফতার হন। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ তিনি অস্বীকার করেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি