ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুবাইয়ের ‘নিখোঁজ’ রাজকুমারীর ছবি হঠাৎ ইনস্টাগ্রামে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ২৩ মে ২০২১

ইনস্টাগ্রামে প্রকাশিত এ ছবিটিতে দেখা যাচ্ছে প্রিন্সেস লতিফা মাঝখানে বসা

ইনস্টাগ্রামে প্রকাশিত এ ছবিটিতে দেখা যাচ্ছে প্রিন্সেস লতিফা মাঝখানে বসা

Ekushey Television Ltd.

গত কয়েক মাস ধরে যার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না সেই দুবাই শাসকের কন্যা প্রিন্সেস লতিফার একটি ছবি হঠাৎ সামাজিক মাধ্যমে দেখা গেছে। এ খবর বিবিসি বাংলা’র।

ইনস্ট্রাগ্রামে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, নিখোঁজ ওই প্রিন্সেস দুবাইর একটি মলে তার দুই বন্ধুর সঙ্গে বসে আছেন। সাথে কিছু মন্তব্য আছে যে, তারা একটি দারুণ উপভোগ্য সন্ধ্যা কাটিয়েছেন।

এ বছর ফেব্রুয়ারি মাসে প্রিন্সেস লতিফা তার পিতার বিরুদ্ধে তাকে জিম্মি করে রাখার অভিযোগ এনে বলেছিলেন, ‘তিনি তার জীবন নিয়ে ভয়ে আছেন।’ বিবিসি’র প্যানোরামা অনুষ্ঠানে তার সেই ভিডিও বিবৃতি প্রচারিত হয়েছিল।

এরপর এই প্রথম সোশাল মিডিয়াতে তার একটি ছবি পোস্ট করা হলো। প্রিন্সেস লতিফা হচ্ছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ২৫ ছেলেমেয়ের একজন।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে পারিবারিক বিধিনিষেধ ভাঙার চেষ্টায় পালাতে গিয়ে তিনি ভারত মহাসাগরে এক বোটে ধরা পড়েন এবং কম্যাণ্ডোরা তাকে দুবাইয়ে ফিরিয়ে নেয়।

এর পর তিনি যে জীবিত আছেন তার প্রমাণ চেয়েছিল জাতিসংঘ। জবাবে দুবাইয়ের শাসক তা দেবেন বলে জানিয়েছিলেন।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিটিতে প্রিন্সেস লতিফার পেছনে গত ১৩ই মে মুক্তি পাওয়া ‘ডেমন স্লেয়ার: মুগেন ট্রেন’ নামে একটি সিনেমার বিজ্ঞাপন দেখা যাচ্ছে। ছবিটি যদি সত্য হয়, তাহলে প্রিন্সেস লতিফা যে এখনও বেঁচে আছেন এটি হবে তার একটি প্রমাণ।

বিবিসি ছবিটির সত্যতা যাচাই করতে পারেনি, তবে প্রিন্সেস লতিফার পরিচিত কয়েকজন জানিয়েছেন যে তারা প্রিন্সেস এবং তার সাথে থাকা অন্যদেরকে চিনতে পারছেন।

তবে, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি