ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কঙ্গোয় অগ্ন্যুৎপাত, কয়েক হাজার লোকের রুয়ান্ডা পাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ২৩ মে ২০২১

মাউন্ট নিয়ারাকঙ্গো থেকে অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় আজ রোববার গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর অন্তত তিন হাজার লোক পাশের দেশ রুয়ান্ডায় চলে গেছে।

শনিবার (২২ মে) অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর সরকার লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ জারি করে।

রুয়ান্ডার সম্প্রচার সংস্থা এক টুইট বার্তায় জানিয়েছে, আঞ্চলিক রাজধানী গোমা থেকে অন্তত তিন হাজার লোক তাদের দেশে চলে এসেছে।

কঙ্গোতে নিযুক্ত রুয়ান্ডার রাষ্ট্রদূত ভিনসেন্ট কারেগা টুইটারে বলেছেন, ‘সীমান্ত উন্মুক্ত রয়েছে। প্রতিবেশীদের শান্তিপূর্ণভাবে স্বাগত জানানো হচ্ছে।’

নর্থ কিভুর রাজধানী গোমার ১২টি জেলায় প্রায় ছয় লাখ লোক বাস করে। এর আগে এই আগ্নেয়গিরি থেকে ২০০২ সালের ১৭ জানুয়ারি অগ্ন্যুৎপাত ঘটে। ওই সময় একশ’র বেশি লোক প্রাণ হারায়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি