ভারতে আন্তর্জাতিক বিমানে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল
প্রকাশিত : ১৮:৩৯, ২৮ মে ২০২১ | আপডেট: ১৮:৪৩, ২৮ মে ২০২১
ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ-র দাপটে বেসামাল পরিস্থিতি। আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞা আরও বাড়াল দেশটি। আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে এ পরিষেবা। নির্দেশিকা জারি করল ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।
করোনা সতর্কতায় গত বছর ভারতে বন্ধ ছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। এবছর যখন সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হল, তখন ফের আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার।
সেই ২৩ মার্চ থেকে বন্ধ আকাশপথে যাত্রী পরিবহণ। এই নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হবে ৩১ মে। কিন্তু করোনা সংক্রমণ কমলে তো! চলতি নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে ফের নির্দেশিকা জারি করল ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশন। বাড়িয়ে দেওয়া হল নিষেধাজ্ঞার মেয়াদ।
নির্দেশিকায় জানানো হয়েছে, আন্তর্জাতিক পণ্যবাহী বিমান পরিষেবা এবং ডিজিসিএ অনুমোদিত বিশেষ বিমান পরিষেবা চালু থাকবে। পাশাপাশি, ২০২০-র মে থেকে 'বন্দে ভারত মিশন'-র অধীনে বিশেষ আন্তর্জাতিক বিমান যেমন চলবে, তেমনি চলবে। জিনিউজ
এসি
আরও পড়ুন