ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতে সংক্রমণ হার বেড়েছে, কমেছে মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ৩ জুন ২০২১

গত কয়েক দিনের তুলনায় ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জন। সংক্রমণের হার ৬.২১ শতাংশ। অন্যদিকে গতকাল পর্যন্ত দৈনিক মৃত্যু তিন হাজারের বেশি থাকলেও আজ তা তিন হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের।

ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৪ লাখ মানুষ। আর সংক্রমিত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে  ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জনের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দু’দিন দৈনিক সংক্রমণ হার বাড়লেও তার চেয়ে বেশি সংখ্যক লোক সুস্থ হয়ে উঠছেন। যার ফলে হাসপাতালে সক্রিয় রোগীর সংখ্যা হ্রাস অব্যাহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা করা হয়েছে সাড়ে ২১ লাখের বেশি। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসের টিকা গ্রহণকারীর সংখ্যা ছাড়িয়েছে ২২ কোটি। পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, উত্তর প্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্যের প্রত্যেকটিতে ১০ লাখের বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে।  

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি