ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

ইয়েমেনে বিস্ফোরণ, ৫ শিশুসহ নিহত অন্তত ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৩, ৬ জুন ২০২১

ইয়েমেনের মারিব শহরের একটি পেট্রোল পাম্পের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ খবর রয়টার্সের।

শনিবার (৫ জুন) এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার জন্য মারিব প্রশাসন হুতি বিদ্রোহীদের দায়ী করছে। তাদের দাবি, হুতিদের ক্ষেপনাস্ত্র হামলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

হাসপাতাল সূত্রে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কয়েক ডজন মানুষকে মারাত্মকভাবে দগ্ধ অবস্থায় মারিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১২ জনের মৃত্যু হয়। তার মধ্যে ৫ জন শিশু। অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিব প্রশাসন জানিয়েছে নিহতের সংখ্যা ১৪ জন। 

মারিবের এক বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, ‘বিস্ফোরণটি মারিবের উপকণ্ঠে শাবওয়ানি বাজারের একটি জ্বালানী স্টেশনের কাছে ছিল। সেখানে প্রচুর লোক উপস্থিত ছিল, বিস্ফোরণে তাদের শরীরে আগুন লেগে যায় এবং প্রচুর হতাহত হয়। অ্যাম্বুলেন্স ও দমকলকর্মীরা এসে আহতদেরকে হাসপাতালে নিয়ে যায়।’

ইয়েমেনী সরকারের স্বাস্থ্য ও তথ্যমন্ত্রীরাও এই হামলার জন্য হুতিকে দায়ী করেছেন।

 স্বাস্থ্যমন্ত্রী কাসেম বুহাবে এক টুইট বার্তায় লিখেছেন, ‘মারিব শহরে হুতি বিদ্রোহীদের রকেট হামলায় শিশুসহ ১৭ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।’

অবশ্য এ বিষয়ে হুতি বিদ্রোহীদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত মারিব অঞ্চল। যেটা দখলে নেওয়ার জন্য ২০১৪ সাল থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি