ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হ্যারি-মেগান দম্পতির ঘরে এলো কন্যা সন্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬, ৭ জুন ২০২১ | আপডেট: ১০:১০, ৭ জুন ২০২১

Ekushey Television Ltd.

ডিউক এবং ডাচেস অব সাসেক্স তাদের দ্বিতীয় সন্তানের জন্মের কথা ঘোষণা করেছেন। এই দম্পতি এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের একটি কন্যা সন্তান হয়েছে। মা ও শিশু দুজনেই ভালো এবং সুস্থ আছেন।

শুক্রবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় একটি হাসপাতালে শিশুটির জন্ম। তার ওজন ছিল সাত পাউণ্ডের কিছু বেশি। শিশুটির নাম রাখা হয়েছে লিলিবেট ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।

হ্যারি এবং মেগান বিবৃতিতে জানিয়েছেন, তারা তাদের দ্বিতীয় সন্তানের নাম লিলিবেট রেখেছেন তার প্রপিতামহী রানি দ্বিতীয় এলিজাবেথের ডাক নামে। রাজপরিবারে রানিকে লিলিবেট নামে ডাকা হয়। নামের মধ্যম অংশটি রাখা হয়েছে শিশুটির প্রয়াত দাদি, প্রিন্সেস অব ওয়েলসের প্রতি সম্মান জানাতে।

রানি এলিজাবেথের প্রপৌত্র-প্রপৌত্রীদের মধ্যে লিলিবেট ১১তম। রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমতালিকায় তার অবস্থান অষ্টম। গত ফেব্রুয়ারিতে এই দম্পতি জানিয়েছিলেন, তাদের দ্বিতীয় সন্তান আসতে যাচ্ছে।

হ্যারি এবং মেগান তাদের ওয়েবসাইটে এক বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘৪ জুন আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে আমাদের কন্যা লিলি। আমরা যা কল্পনা করেছিলাম, সে তারচেয়েও বেশি কিছু। গোটা বিশ্ব থেকে আমরা যে ভালবাসা এবং আশীর্বাদ পেয়েছি, তার জন্য সবার কাছে কৃতজ্ঞতা। আমাদের পরিবারের এই বিশেষ সময়ে সবার অব্যাহত অনুগ্রহ এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

প্রিন্স হ্যারি এবং মেগানের প্রথম সন্তান আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসরের জন্ম হয় ২০১৯ সালের মে মাসে। তারা রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগে। 

উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে উইন্ডসর ক্যাসেলে হ্যারি ও মেগান বিয়ে করেন। তবে ২০২০ সালের মার্চে তাঁরা তাদের রাজকীয় দায়িত্ব ত্যাগ করে আলোচনায় আসেন। এখন তাঁরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি