ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পেরুর নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ কিকো ফুজিমরির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ৮ জুন ২০২১

পেরুর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী কিকো ফুজিমরি দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে ‘অনেক অনিয়ম’ এবং ‘ব্যাপক জালিয়াতির’ অভিযোগ করেছেন। এদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কট্টর বামপন্থী ইউনিয়নিস্ট পেদ্রো ক্যাশিলো ভোট গণনায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। খবর এএফপি’র।

সোমবার অনুষ্ঠিত পেরুর প্রেসিডেন্ট নির্বাচনী দৌঁড়ে প্রথম দিকের ভোট গণনায় ফুজিমরি এগিয়ে থাকলেও দেশটির গ্রামাঞ্চলের ভোটের ফলাফল আসার পর স্কুল শিক্ষক ক্যাশিলো ফুজিমরিকে পেছনে ফেলে এগিয়ে যান। 

বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত দেশ পেরুর গ্রামীণ এলাকা ক্যাশিলোর শক্তিশালী ঘাঁটি বলে জানা যায়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি