ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে বন্দুক হামলায় নিহত ১০, আহত ১৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ১০ জুন ২০২১

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিং সংগঠনের ১০ কর্মীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৬ জন। এ খবর আল জাজিরা’র।

গত মঙ্গলবার (৮ জুন) রাতে বাঘলান প্রদেশে অবস্থিত যুক্তরাজ্যভিত্তিক সংগঠন হ্যালো ট্রাস্ট চ্যারিটির একটি ক্যাম্পে ১১০ জন কর্মী অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা কমপাউন্ডে ঢুকে গুলি চালায়। এতে ১০ জন নিহত এবং ১৬ জন আহত হন।

হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিংয়ের প্রধান নির্বাহী জেমস কাউয়ান আল জাজিরাকে বলেন, বন্দুকধারীরা এ সময়ে একটি বিশেষ জাতিগোষ্ঠীর নির্দিষ্ট কয়েকজনের খোঁজ করছিলেন।

এ ঘটনার পর বুধবার (৯ জুন) সাইট ইন্টেলিজেন্স মনিটরিং গ্রুপ বলে, আইএসআইএলের (আইএসআইএস) সশস্ত্র গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে হ্যালো ট্রাস্ট চ্যারিটি ক্যাম্পে হামলার জন্য তালেবানকে দায়ী করে আফগান সরকার। তবে এই সশস্ত্র গ্রুপটি বন্দুক হামলার দায় অস্বীকার করেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি