ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ১০ জুন ২০২১ | আপডেট: ২২:০৪, ১০ জুন ২০২১

মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে উর্ধ্বতন কর্মকর্তাসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও চার জন। বিমানটি ১৬ জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

মিয়ানমারের সবচেয়ে বড় শহর মান্দালয়ে বিমানটি বিধ্বস্ত হয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সামরিক শাসন জারি থাকায় মিয়ানমারের খবর সাধারণত দেরিতে প্রকাশিত হয়।

গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে জোরালো প্রতিবাদ গড়ে উঠলে প্রাণঘাতী বল প্রয়োগ করে সেনা সরকার। দেশটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।

রাজপথে বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়ে এলেও কোনো কোনো গোষ্ঠী সেনা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তবে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি