ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফ্লয়েডকে হত্যার ভিডিও ধারণকারী পেলেন পুলিৎজার পুরস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৯, ১২ জুন ২০২১ | আপডেট: ০৮:২১, ১২ জুন ২০২১

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হাতকড়া পরানো অবস্থায় হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চৌভিন। মাটিতে ফেলে তার ঘাড়ে প্রায় ৯ মিনিট হাঁটু দিয়ে চেপে ধরায় নিঃশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এই নির্মম হত্যার ভিডিও ধারণকারী কিশোর ডারনেলা ফ্রেজার পুলিৎজার পুরস্কার পেয়েছেন। 

শুক্রবার (১১ জুন) পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। এ খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস।

নিজের মুঠোফোনে পুলিশি নির্যাতনের ওই ঘটনার ভিডিও ধারণ করেন পথচারী ডারনেলা ফ্রেজার। এই কাজের জন্য বিশেষ ক্যাটাগরিতে তাকে এবার পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে।

গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েডকে আটক করতে গিয়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিন হাঁটু দিয়ে তার ঘাড় চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। এই হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে মানুষ। পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। 

১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতায় সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এটি। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি