ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানে বাস দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১২ জুন ২০২১

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে মুসল্লিদের বহন করা একটি বাস গিরিখাতে পড়ে যাওয়ায় কমপক্ষে ১৮ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা। খবর এএফপি’র।

বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত একটি জেলায় শুক্রবার ভোর রাতের আগে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সরকারের সিনিয়র কর্মকর্তা বশির বাজাই এএফপি’কে বলেন, ‘স্থানীয় একটি মাজারে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পর ৫৯ মুসল্লি একটি বাসে করে ফেরার সময় বাসটি গিরিখাতে পড়ে যায়। এতে ১৮ জন নিহত ও ৪১ জন আহত হন।’

বাজাই জানান, চালক দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলের কাছে একটি চেকপস্টে থাকা স্থানীয় উপজাতি পুলিশের পাশাপাশি কর্মকর্তারা এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা সামার খান এ বাস দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে পাকিস্তানে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারানোর কয়েকদিন পর এ বাস দুর্ঘটনা ঘটলো।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি