ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফিলিস্তিনে চলছেই ইসরায়েলি হত্যাযজ্ঞ

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ১৩:২১, ১২ জুন ২০২১ | আপডেট: ১৩:২৩, ১২ জুন ২০২১

আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনে থেমে নেই ইসরায়েলি হত্যাযজ্ঞ। শুক্রবার (১১ জুন) অবরুদ্ধ পশ্চিম তীরের বেইতা এলাকায় ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, মোহাম্মাদ সাঈদ হামায়েল নামে ১৫ বছরের ওই কিশোর বেইতা এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভে নিহত হয়। সাঈদ হামায়েল হলো ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত অষ্টম কিশোর এবং বেইতা অঞ্চলের তৃতীয়। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ ইহুদি স্থাপনা সম্প্রসারণের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর এ সংঘর্ষে আরও ছয় ফিলিস্তিনি আহত হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের ওপর গুলি, টিয়ারশেল, রাবার আবৃত স্টিল প্লেট ইত্যাদি নিক্ষেপ করেছে।

নাবলুসের দক্ষিণে এই বেইতা এলাকায় গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। সেখানে বসবাসরত ১৭টি ফিলিস্তিনি পরিবারের শতাধিক মানুষের জীবন-জীবিকা এখন হুমকির মুখে। ইসরায়েলি চৌকির কারণে ব্যাহত হচ্ছে তাদের আয়ের প্রধান উৎস জলপাইয়ের চাষাবাদ।

জমি বাজেয়াপ্তকরণ, বাড়িঘর ধ্বংসকরণ এবং আন্তর্জাতিক আইনের আওতায় অবৈধ বলে বিবেচিত ইসরায়েলি জনবসতি স্থাপনের বিরুদ্ধে পশ্চিম তীরের গ্রামগুলো শুক্রবারের প্রায় সবটুকু সময়জুড়েই বিক্ষোভ প্রদর্শন করে। তবে ইসরায়েলি বাহিনী সাধারণত এ বিক্ষোভের জবাবে অস্বাভাবিক সহিংসতার মাধ্যমে প্রতিক্রিয়া দেখায়।

দখলকৃত পশ্চিম তীরে প্রায় ৪ লাখ ৮৫ হাজার ইহুদি বসতিকে প্রতিষ্ঠিত করেছে বসবাস করেছে ইসরায়েল। যেখানে প্রায় ২৮ লাখ ফিলিস্তিনির বসবাস।

গত বৃহস্পতিবার রাতেও সেখানকার জেনিন শহরে উচ্ছেদ অভিযান চালানোকালে ইসরায়েলি সেনারা দু'জন ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তাসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে। সূত্র- আলজাজিরা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি