ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

১০ বছর কারাদণ্ডের মুখে নেতানিয়াহু!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ১৩ জুন ২০২১

বেনইয়ামিন নেতানিয়াহু

বেনইয়ামিন নেতানিয়াহু

অবশেষে ইসরায়েলে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ঐকমত্যের সরকার। আজ রোববার শপথ নেওয়ার কথা নতুন এই সরকারের। নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদের নেতৃত্বাধীন এই সরকার ক্ষমতা গ্রহণ করলেই অবসান ঘটবে দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ১২ বছরের শাসনের। পাশাপাশি ক্ষমতা হারানোর পরপরই তার জন্য অপেক্ষা করছে ১০ বছরের কারাদণ্ডও।

এমনই এক তথ্য দিয়েছেন ইসরায়েলের ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের সংবিধান বিষয়ক আইনজীবী আমির ফুক্স। দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন তিনি।

শনিবার তেলআবিবে এক বিবৃতিতে আমির ফুক্স বলেন, ২০২০ সালের মে মাস থেকে দুর্নীতি, তহবিল তসরুফ ও প্রতারণার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আদালতে বিচার চলছে। এতদিন প্রধানমন্ত্রী হিসেবে আইনি দায়মুক্তি পেয়েছেন তিনি। ফলে তাকে আটক করা যাচ্ছিল না। কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর দায়মুক্তি হারাবেন বেনইয়ামিন এবং তাকে শাস্তি ভোগ করতেই হবে।

ইসরায়েলি এই আইনজীবী আরও বলেন, দুই বছর ধরে মনে করা হচ্ছিল যে, ক্ষমতা চলে যাওয়ার পর নিজের সুরক্ষার জন্য সংবিধান সংশোধন করতে পারেন নেতানিয়াহু। কিন্তু তিনি তা করেননি। তাই ক্ষমতা হারানোর পরই তাঁর আইনি দায়মুক্তি চলে যাবে। যেসব অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, তাতে তার সর্বোচ্চ ১০ বছরের সাজা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলায় তিনটি চার্জশিট দিয়েছে ইসরায়েলের পাবলিক প্রসিকিউটর। ২০০৯ সাল থেকে একটানা ক্ষমতায় নেতানিয়াহু। এই সময়ে তার বিচার কাজ ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন তিনি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি