ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

কাবুল বিমানবন্দর সুরক্ষায় তুরস্কের প্রতিশ্রুতির প্রশংসা যুক্তরাষ্ট্রের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ১৮ জুন ২০২১

মার্কিন বাহিনী আফগানিস্তান ত্যাগের পরে কাবুল বিমান বন্দরের সুরক্ষায় তুরস্কের প্রতিশ্রুতির ব্যাপারে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার দেশটির প্রশংসা করে বলেছে, শীর্ষ সম্মেলনে দুই দেশের প্রেসিডেন্ট তাদের বৈঠকে লজিস্টিক সমর্থন দিতে সম্মত হয়েছেন।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, ন্যাটো মিত্রদের মধ্যে উত্তেজনার পরে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান সোমবার ব্রাসেলসে বৈঠকে মিলিত হন।

সুলিভান সাংবাদিকদের বলেন, দুই নেতা কাবুল বিমান বন্দর সুরক্ষায় একত্রে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন।

এরদোয়ান বলেন, তুরস্কের ‘বিশেষ ধরনের কিছু সমর্থন’ প্রয়োজন, এ ব্যাপারে বাইডেন সম্মত হয়েছেন।

চূড়ান্ত বিবরণ তৈরির জন্য তারা দুটি টিমকে দায়িত্ব দিয়েছেন, নেতাদের কাছ থেকে স্পস্ট প্রতিশ্রুতি আসায় এটি প্রতিষ্ঠিত হয়েছে যে, তুরস্ক হামিদ কারজাই বিমান বন্দও সুরক্ষিত করতে প্রধান ভূমিকা পালন করবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি