ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আরো এক মাস নিষেধাজ্ঞা বাড়ল কানাডা-মার্কিন সীমান্তে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ১৯ জুন ২০২১

ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ক কানাডা-মার্কিন সীমান্ত চুক্তির সময় ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার এক ঘোষণায় কানাডা এ কথা জানায়।

দেশটির জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার টুইটারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে আমরা অদরকারি আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা ২১ জুলাই, ২০২১ পর্যন্ত বাড়াচ্ছি।

গত বছরের মার্চ মাস থেকে উভয় দেশের সীমান্ত বন্ধ রয়েছে। এ প্রেক্ষিতে সীমান্ত খুলে দেয়ার সম্ভাব্যতা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও প্রাদেশিক মন্ত্রীদের মধ্যকার এক বৈঠকের একদিন পর নতুন করে সময় সীমা বাড়ানো হলো।

বাণিজ্য এবং আকাশ পথে ভ্রমণ এ নিষেধাজ্ঞার আওতায় নেই। চলমান নিষেধাজ্ঞা ২১ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

গত ১৩ জুন ট্রুডো বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এ নিয়ে কথা বলেছেন। কিন্তু স্পষ্ট কোন সমাধান পাওয়া যায়নি।

এদিকে ব্লেয়ার আরো জানিয়েছেন, কানাডার সরকার দেশটির সকল নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং যারা কানাডায় প্রবেশের অনুমতি পেয়েছেন তাদের সকলকে টিকার আওতায় নিতে পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি