ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় স্বামীর মৃত্যু, পড়শির চাপে সন্তানসহ আত্মঘাতী সাংবাদিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ২৫ জুন ২০২১

স্বামীসহ স্বাংবাদিক রেশমা

স্বামীসহ স্বাংবাদিক রেশমা

প্রাণঘাতী করোনায় স্বামী মারা গিয়েছেন গত মে মাসে। তার ঠিক এক মাসের মধ্যেই সাত বছরের ছেলেকে নিয়ে ১৩তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন মুম্বাইয়ের এক সাংবাদিক। আত্মঘাতী হওয়ার আগে এক পড়শির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে গিয়েছেন তিনি। গত ২১ জুন ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের চান্দিভালি এলাকায়।

আত্মঘাতী ওই সাংবাদিকের নাম রেশমা ট্রেঞ্চিল। ‘দ্য স্টেটসম্যান’-এ কাজ করতেন তিনি। স্বামী শরতের মৃত্যুর পর থেকেই চান্দিভালির ফ্ল্যাটে ছেলে গড়ুরকে নিয়ে থাকছিলেন রেশমা। 

অভিযোগ সূত্র জানা যায়, কোভিডে স্বামীর মৃত্যুর পর থেকে ক্রমশ মানসিক চাপ আসছিল পড়শিদের কাছ থেকে। আত্মঘাতী হওয়ার আগে একটি সুইসাইড নোট লিখে যান রেশমা। তাতে ওই প্রতিবেশীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

গত ২১ জুন গভীর রাতে আবাসনের নিরাপত্তারক্ষী রেশমা এবং তাঁর ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেন পুলিশে। পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে ওই প্রতিবেশীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ আজ জানিয়েছে, মা-বাবার কোভিড ধরা পড়ায় রেশমার স্বামী বারাণসীতে তাঁদের দেখাশোনা করতে গিয়েছিলেন। সেখানে কোভিডে আক্রান্ত হন তিনিও। পরে মৃত্যু হয় তাঁর। স্বামীর শেষকৃত্যতেও হাজির থাকতে পারেননি রেশমা। চান্দিভালির আবাসনেই ছেলেকে নিয়ে দিন কাটাচ্ছিলেন তিনি। মানসিক দিক থেকেও ভেঙে পড়ছিলেন। 

এদিকে, এক প্রতিবেশীর অভিযোগ ছিল, খেলা করার সময় খুব চিৎকার করত রেশমার ছেলে গরুড়। তা নিয়ে পুলিশে অভিযোগও জানান ওই প্রতিবেশী। দুই পরিবারকে থানায় ডেকে বিষয়টি মিটমাটও করা হয়। 

আত্মঘাতী হওয়ার আগে রেশমা সুইসাইড নোটে ওই প্রতিবেশীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন। তারপরই ছেলেকে নিয়ে আত্মঘাতী হন তিনি। সূত্র- আনন্দবাজার। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি