ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সিডনির বিভিন্ন এলাকায় লকডাউনের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৮, ২৫ জুন ২০২১

অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ নগরী সিডনির মধ্যাঞ্চলীয় চারটি এলাকার বাসিন্দাদের এক সপ্তাহের জন্য বাড়িতে অবস্থান করার নির্দেশ জারি করা হয়েছে। দ্রুত সংক্রামক কোভিড-১৯ রোগের ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকহারে ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে শুক্রবারএমন নির্দেশ দেয়া হয়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, চলতি সপ্তাহে বেশ কয়েকজন করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এক্ষেত্রে সিডনি বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের একজন ক্রূ’কে কোয়ারেন্টাইন হোটেলে নিয়ে যাওয়ার সময় একজন লিমোজিন চালক আক্রান্ত হয়েছে বলে জানা যায়।

ওই অঞ্চলে গুচ্ছ আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়ানোর পর শুক্রবার মধ্যরাত থেকে লকডাউনের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, কোভিড-১৯ রোগ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বিশ্বের অধিক সফল দেশ গুলোর মধ্যে অস্ট্রেলিয়া রয়েছে। দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত মাত্র ৩০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং ৯১০ জন প্রাণ হারিয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি