ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কানাডায় দাবানল পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ৪ জুলাই ২০২১

কানাডায় তীব্র তাপদাহ ও শুষ্ক আবহাওয়ায় ছড়িয়ে পড়া দাবানল মোকবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত রেখেছে সরকার। দাবানল থেকে বাঁচাতে শহরগুলো খালি করার কাজে সহায়তার দিবে তারা। সামনে দীর্ঘ এবং চ্যালেঞ্জিং গ্রীষ্ম মোকাবিলায় সকলকে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় অন্তত ১৭৪টি দাবানল সক্রিয় রয়েছে, এরমধ্যে ৭৮টি গত দুই দিনে ছড়িয়ে পড়েছে। বেশীর ভাগ দাবানল তীব্র বজ্রপাতের কারণে সৃষ্টি হয়েছে।

ব্রিটিশ কলম্বিয়ার ওয়াইল্ডফায়ার সার্ভিসের প্রাদেশিক অপারেশন প্রধান ক্লিফ চ্যাপমান বলেন, ‘আমরা গতকাল ১২ হাজারের মতো বজ্রপাত দেখেছি।’

কানাডার জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার শুক্রবার বলেছেন, ‘আমরা দাবানলের প্রাথমিক অবস্থায় রয়েছি এবং সামনের দীর্ঘ সময় গ্রীষ্মের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আমাদের।’

শুক্রবার স্থানীয়, প্রাদেশিক এবং আদিবাসী নেতাদের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিভিন্ন মন্ত্রণালয়সহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত গ্রুপগুলোর সঙ্গে বৈঠক করেছেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের সহযোগিতা দেব।’

প্রতিরক্ষামন্ত্রী হরজিত সজ্জন জানিয়েছেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় এডমন্টনে একটি অপারেশন সেন্টার স্থাপন করা হবে। যেখানে ৩৫০ জন সামরিক সদস্য ওই অঞ্চলে লজিস্টিক সহায়তা দেবে। ইতোমধ্যেই সেখানে সামরিক বিমান মোতায়েন করা হয়েছে।

ব্রিটিশ কলম্বিয়ার মেডিকেল এক্সামিনার’স অফিস বলেছে, গত সপ্তাহে ৭১৯ জনের মৃত্যু হয়েছে, যা পূর্ববর্তী মৃত্যুর তিনগুণ বেশি। দাবানলে ১ হাজারের বেশি লোক পালিয়ে গেছে, আরও অনেকে এখনো নিখোঁজ রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি