ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এপেক নেতাদের জরুরি সভা ডেকেছেন জেসিন্ডা আর্ডার্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৩, ১৩ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

কোভিড-১৯ মহামারী ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর এর অর্থনৈতিক প্রভাব সম্পর্কিত আলোচনার জন্য এপেক নেতাদের ভার্চুয়াল সভা আহ্বান করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। খবর এএফপি’র।

সোমবার (১২ জুলাই) এই আহ্বান জানান জেসিন্ডা আর্ডার্ন। আগামী নভেম্বরে অনলাইনে ২১ দেশীয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

তবে, সঙ্কট মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা যাচাই করতে আগামী শুক্রবার একটি অতিরিক্ত ‘অনানুষ্ঠানিক’ ভার্চুয়াল বৈঠক ডেকেছেন তিনি।

আর্ডার্ন এক বিবৃতিতে বলেছেন, ‘এপেকের ইতিহাসে এই প্রথম নেতৃত্ব পর্যায়ে অতিরিক্ত সভা হতে যাচ্ছে এবং এতে কোভিড-১৯ মহামারী ও অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় একসাথে কাজ করার লক্ষ্যে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’

বিগত বছরের পর থেকে এপেকের অর্থনীতি বৃহত্তম সংকটে পড়েছে। ৮ কোটি ১০ লাখ লোক চাকরি হারিয়েছে। এই অঞ্চলের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বাড়ানোর লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মনে করেন জেসিন্ডা আর্ডার্ন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি