ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০২২ সালের এপ্রিলে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১৪ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ফ্রান্সে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সরকারি মুখপাত্র গাব্রিয়েল অটাল একথা জানান। খবর এএফপি’র।

খবরে বলা হয়, দুই দফা নির্বাচনের মধ্যদিয়ে পাঁচ বছরের মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন। প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী দ্বিতীয় দফার নির্বাচনে অংশগ্রহণ করেন।

সর্বশেষ ২০১৭ সালের নির্বাচনে মধ্যপন্থী ইমানুয়েল মাখোঁ কট্টর ডানপন্থী নেতা মেরিন লি পেন’কে পরাজিত করেন।

মাখোঁ দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে দাঁড়াতে পারেন বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও তিনি এখন পর্যন্ত তার প্রার্থীতা ঘোষণা করেননি।

এদিকে লি পেন তৃতীয় বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এবং দেশটির আগামী নির্বাচনেও তিনি মাখোঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বারের নির্বাচনে মূলধারার ডানপন্থী প্রার্থী ভাল ভোট পাবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে সাবেক শ্রমমন্ত্রী জাভির বার্ট্রান্ড রক্ষণশীল মধ্যপন্থীদের ভোট পাওয়ার ক্ষেত্রে মাখোঁকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দুই মাস পর ২০২২ সালের ১২ ও ১৯ জুন আইনসভার নির্বাচন অনুষ্টিত হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি