ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাইতিতে সৈন্য পাঠানোর পরিকল্পনা নেই : বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ১৬ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হাইতির নেতা জোভেনালমইসি সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার প্রেক্ষাপটে দেশটিতে এখন মার্কিন সৈন্য পাঠানোর ব্যাপারে ওয়াশিংটনের ‘কোন পরিকল্পনা নেই’। 

সংঘাতপূর্ণ এ দেশকে সামরিক সহযোগিতা দেয়ার ব্যাপারে পোর্ট-অ-প্রিন্সের কর্মকর্তারা অনুরোধ জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট এমন কথা জানালেন। খবর এএফপি’র।

সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সাথে যৌথ এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘ওই দেশটিতে থাকা আমাদের দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কেবলমাত্র সেখানে আমেরিকান মেরিন সেনাদের পাঠাচ্ছি। তবে এই মুহূর্তে হাইতিতে মার্কিন বাহিনী পাঠানোর কোন পরিকল্পনা ওয়াশিংটনের নেই।’
এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি