ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আইভরিকোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ১৬ জুলাই ২০২১

আইভরিকোস্টে কোচ ও মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে পরিবহনমন্ত্রী এ দুর্ঘটনার কথা জানান। খবর এএফপি’র।

এক বিবৃতিতে আমাদৌকোনি বলেন, ‘এ মর্মান্তিক দুর্ঘটনার কারণ জানতে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, বুধবার দেশটির বাণিজ্যিক রাজধানী আবিদজান থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

তিনি মুসলমানের ধর্মীয় উৎসব ঈদুল আযহার প্রাক্কালে বিভিন্ন সড়কে সাবধানে চলাফেরা করতে আইভরির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটিতে স্থানীয়ভাবে এ ঈদ উৎসব তাবাস্কি নামে পরিচিত।

দূর্বল যোগাযোগ ব্যবস্থা এবং আইন অমান্য করে চালকরা দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে পশ্চিম আফ্রিকার এ দেশে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং দেশটিতে প্রায় এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি