ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বন্যায় প্রাণহানি জার্মানিতে ১৩৩, ইউরোপে ১৫৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ১৭ জুলাই ২০২১

জার্মানিতে ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা শনিবার ১৩৩ জনে দাঁড়িয়েছে। এদিকে বেলজিয়ামে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ইউরোপে মৃতের সংখ্যা ১৫৩ জনে দাঁড়ালো। খবর এএফপি’র।

জার্মানির কোব্লেঞ্জ নগরীর পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রিনল্যান্ড-পলেটিনেট অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৯০ জন প্রাণ হারিয়েছেন। পার্শ্ববর্তী নর্থ রিন-ওয়েস্ট ফালিয়ায় বন্যায় আরো ২৪ জনের প্রাণহানি ঘটেছে।

এদিকে ইউরোপের আরেকটি দেশ বেলজিয়ামে বন্যায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে ইউরোপে ব্যাপক বন্যায় প্রাণহানির সংখ্যা ১৫৩ জনে দাঁড়ালো।

সূত্র-বাসস

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি