ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

তুরস্কে অভিবাসী নৌকাডুবিতে ৪৫ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ২৪ জুলাই ২০২১

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪৫ ব্যক্তিকে নিয়ে যাত্রা করা একটি অভিবাসী নৌকা ডুবে গেছে, কোস্ট গার্ড তল্লাশী ও উদ্ধার অভিযান শুরু করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শুক্রবার এ কথা জানায়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কোস্টগার্ড সতর্ক বার্তা পাওয়ার পর নিখোঁজ নৌকাটি অনুসন্ধান করে। নৌকাটি বৃহস্পতিবার উপকূল থেকে ২০০ কিলোমিটার (১৬০ মাইল) দূরবর্তী অবকাশ যাপন শহর কাছে এসে ডুবে গেছে। তাৎক্ষণিকভাবে অভিবাসীদের জাতীয়তা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রধানত গ্রিস হয়ে আসা অবৈধ অভিবাসীরা সাধারণত সমৃদ্ধ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে পৌঁছানোর জন্য তুরস্ককে প্রবেশ দ্বার হিসেবে ব্যবহার করে থাকে।

অনেকে চোরাকারবারিদের উপর নির্ভর করে বিপজ্জনকভাবে উপচে পড়া নৌকা ভ্রমণে তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে। ইউরোপে অভিবাসী প্রবাহরোধে ২০১৬ সালে, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি চুক্তি করেছে।

সূত্র-বাসস 
 
আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি