ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চীনের দিকে ধেয়ে আসছে ভয়াবহ টাইফুন ইন-ফা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ২৫ জুলাই ২০২১

টাইফুন ইন-ফার প্রভাবে প্রবল বাতাস বইছে পূর্ব চীনে এবং ভারী বৃষ্টিপাত চলছে। আজ রোববার বিকাল বা সন্ধ্যার দিকে নিঙবোর প্রধান নৌ বন্দরের স্থলভাগে আঘাত হানতে পারে ইন-ফা। দেশটিতে গত কয়েক দিনের বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসের ভয়াবহ পরিস্থিতির মধ্যে এই টাইফুন আঘাত হানতে যাচ্ছে।

রোববার (২৫ জুলাই) সকাল থেকে চীনের পূর্ব উপকূল জুড়ে সমুদ্র, বিমান ও রেলওয়ে চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ে আজ সকালে টাইফুনের প্রভাব পড়েছে। নগরীর দুটি আন্তর্জাতিক বিমান বন্দরের অন্তর্মুখী এবং বহির্মুখী ফ্লাইট বাতিল করা হয়েছে। নির্ধারিত কয়েক ডজন ট্রেন বাতিল করা হয়েছে। এ ছাড়া সাংহাই এবং নিঙবো বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

সাংহাই এবং সাংহাই ডিজনিল্যান্ডসহ অন্যান্য শহরের আকর্ষণীয় স্থানসমূহ বন্ধ করে দেয়া হয়েছে। লোকদের বাইরের কাজকর্ম এড়াতে সতর্ক করা হয়েছে।

গত সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে মাত্র তিন দিনে এক বছরের বৃষ্টিপাত হয়েছে। এতে আকস্মিক বন্যায় অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি