ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হাইতিতে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ১৫ আগস্ট ২০২১

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপরাষ্ট্র হাইতিতে শনিবার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। ৭.২ মাত্রার এ ভূমিকম্পে শত শত ঘরবাড়ি ও স্থাপনা ধসে পড়েছে এবং প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছে। খবর সিএনএনের।

প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি জানিয়েছেন, ‘হাসপাতালগুলোতে আহত মানুষদের স্থান সংকুলান হচ্ছে না, সরকারের পক্ষ থেকে দ্রুত ত্রাণ ও উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে।’

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্টা প্রিন্স থেকে প্রায় ১২৫ কিলোমিটার পশ্চিমে। হাইতির সিভিল প্রকেটশন এজেন্সি জানিয়েছে, নিহত ৩০৪ জনের মধ্যে বেশিরভাগই দেশের দক্ষিণাঞ্চলে প্রাণ হারিয়েছে। উদ্ধারকর্মীরা শত শত মানুষকে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত উদ্ধার করেছেন এবং এখনো আহত মানুষদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার কাজ চলছে।

প্রধানমন্ত্রী হেনরি সারাদেশে এক মাসের জরুরি অবস্থা জারি করেছেন। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে না আসা পর্যন্ত তিনি আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন না। কোনো কোনো ছোট শহর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ৮টার দিকের ভয়াবহ এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করা হলেও কিছুক্ষণের মধ্যেই তা তুলে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, হাইতির পাটি ট্রু দ্য নেভাস শহর থেকে আট কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। স্থানটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় দেড়শ’ কিলোমিটার পশ্চিমে।

ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি পরাঘাত হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস। ভূমিকম্পটি প্রতিবেশী দেশ কিউবা ও জ্যামাইকায়ও অনুভূত হয়েছে। 

উল্লেখ্য, ১১ বছর আগে হাইতিতে ৭ মাত্রার যে ভূমিকম্প হয়েছিল এবারেরটি তারচেয়ে বড় ও ভূপৃষ্ঠের কম গভীরতায় উৎপত্তি হয়েছে। আগের ভূমকম্পটিতে দেশটিতে হাজার হাজার লোকের মৃত্যু হয়েছিল, বহু ভবন ধসে পড়ে দুই আমেরিকা মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশটির অনেক লোক গৃহহীন হয়েছিল।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি