চীনের আগ্রাসন ঠেকাতে মিত্রদের প্রতি জাপানের আহ্বান
প্রকাশিত : ১৭:৪১, ১৫ আগস্ট ২০২১
দক্ষিণ ও পূর্ব চীন সাগরে চীনের আধিপত্য ও বলপ্রয়োগ বন্ধে ব্যবস্থা গ্রহণে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাপান। দেশটির প্রতিরক্ষমন্ত্রী নোবুয়ো কিশি অস্ট্রেলিয়া সরকারের প্রতি এ আহ্বান জানিয়েছেন।
‘স্কাই নিউজ অস্ট্রেলিয়া’ এর উপস্থাপক পিটার গ্লিসনের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘রাজনৈতিক প্রতিবেদক’ ক্লেয়ার আর্মস্ট্রং নোবুয়ো কিশির বক্তব্য উল্লেখ করে বলেন, এই অঞ্চলে চীনের কর্মকাণ্ডে এ যাবৎকালের সর্বাধিক ঝুঁকিতে রয়েছে জাপান। ফলে কূটনৈতিক সমাধানের পরিবর্তে সরাসরি চীনকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আর্মস্ট্রং আরও বলেন, শুধু জাপান নয়, চীনের অপতৎপরতার ফলে অস্ট্রেলিয়ার সঙ্গেও দেশটির বড় ধরনের সংঘাত তৈরির ঝুঁকি রয়েছে। আর সেই পরিস্থিতি মোকাবিলায় অস্ট্রেলিয়া কাজও করে যাচ্ছে।
ওই আলোচনা অনুষ্ঠানে ক্লেয়ার আর্মস্ট্রং এটাও ব্যাক্ষ্যা করেন যে, চীনের আঞ্চলিক আধিপত্য অর্জন কেন জাপানের জন্য উদ্বেগের। তিনি বলেন, সামরিক সক্ষমতা বাড়ানো নিয়ে জাপানের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা সামরিক শক্তি বাড়ানোর পরিবর্তে শান্তিপূর্ণ পথে হাঁটার নীতি গ্রহণ করে। কিন্তু এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন ও আধিপত্য সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে তাদের নতুন করে ভাবিয়ে তুলছে।
এসময় রাজনৈতিক প্রতিবেদক আরও বলেন, জাপান শান্তিপূর্ণ পথে হাঁটার কারণে ভবিষত্যে দক্ষিণ ও পূর্ব চীন সাগরে বেইজিংয়ের আগ্রাসনের লাগাম টানতে হয়তো অস্ট্রেলিয়াকেই ব্যবস্থাগ্রহণ করতে হবে। তবে সেক্ষেত্রে সংঘাত অনিবার্য। আর অস্ট্রেলিয়া আসন্ন সেই সংঘাতের জন্যও প্রস্তুত রয়েছে। সূত্র: এক্সপ্রেস.কম. ইউকে
এসি
আরও পড়ুন