ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হাইতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১৮ আগস্ট ২০২১ | আপডেট: ১০:৫৮, ১৮ আগস্ট ২০২১

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৯৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। দুর্ঘটনায় এখন পর্যন্ত আহত ৯ হাজার ৯শ’ ১৫ জন। হাসপাতালে আহতদেরকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এ খবর রয়টার্সের।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ আগস্ট) দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি এ তথ্য জানিয়েছে। 

হাইতির সিভিল প্রটেকশন এজেন্সির পক্ষ থেকে আরও জানানো হয়, দুর্ঘটনায় এখন পর্যন্ত আহত ৯ হাজার ৯শ ১৫ জন। এখনও নিখোঁজ বহু মানুষ। নিহতের এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কার্যক্রম এখনও চলছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

ভূমিকম্পে বেশ কয়েকটি বড় হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে। অস্থায়ী তাঁবুতে ডাক্তাররা ছোট শিশু এবং বৃদ্ধসহ অনেক আহতদের জীবন বাঁচাতে লড়াই করছেন। কিন্তু পর্যাপ্ত ডাক্তাদেরর অভাবে আহত সবাইকে সেবা দেয়া সম্ভব হচ্ছে না।

শনিবারের এ ঘটনায় দেশটির হাজারের বেশি ভবন ধসে পড়ে। ১১ বছর আগে হাইতি ভূমিকম্পে চরম বিপর্যয়ে পড়েছিল। সে সময় দুই লাখের বেশি মানুষ মারা যায়। সেই ক্ষতি এখনও পুষিয়ে নিতে পারেনি দেশটি। এর মাঝেই এবারের ভূমিকম্পে আবারও বিধ্বস্ত হলো দরিদ্র দেশটি।

এদিকে, হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ভূমিকম্পে হতাহতদের স্মরণে দেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছেন।

দেশটিতে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতিনিধি ব্রুনো মেইস বলেন, ‘ভূমিকম্পের কারণে অসংখ্য হাইতি পরিবার এখন অনেক কষ্টে জীবনযাপন করছে। এই মুহূর্তে প্রায় অর্ধ মিলিয়ন হাইতিয়ান শিশুদের আশ্রয়, নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা এবং পুষ্টির অভাব দেখা দিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে জরুরি তহবিলে ৮ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। এছাড়া ভেনিজুয়েলা, চিলি, মেক্সিকো, পানামা, কলম্বিয়া এবং পার্শ্ববর্তী ডোমিনিকান প্রজাতন্ত্রসহ ল্যাটিন আমেরিকার দেশগুলো খাদ্য, ওষুধ ও সরবরাহ পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে।

স্থানীয় সময় গত শনিবার সকালে হাইতির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। শক্তিশালী ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। এ জায়গাটি রাজধানী পোর্ট–অ–প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে। পোর্ট–অ–প্রিন্সেও কম্পন অনুভূত হয়। প্রতিবেশী দেশগুলোও ভূমিকম্পে কেঁপে ওঠে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি