ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আফগানিস্তান থেকে ৩ হাজারের বেশি লোককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ১৮ আগস্ট ২০২১

মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান থেকে এ পর্যন্ত ৩ হাজার ২শ’রও বেশি লোককে সরিয়ে নিয়েছে। কেবলমাত্র গতকাল মঙ্গলবার একদিনে সরিয়ে নেয়া হয়েছে ১১শ’ লোককে।

একজন হোয়াইট হাউস কর্মকর্তা এ কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, মার্কিন সামরিক বাহিনী আজ ১৩টি বিমানে করে আমেরিকান নাগরিক, যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবারসহ আনুমানিক ১১শ’ লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে এসেছে।

তিনি বলেন, মার্কিন সেনাসহ আফগানিস্তান থেকে এ পর্যন্ত তিন হাজার ২শ’ লোককে সরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে প্রায় দু’ হাজার আফগান রয়েছে। এদেরকে বিশেষ অভিবাসনের আওতায় আনা হয়েছে।

রোববার তালেবানের হাতে কাবুল পতনের পর তড়িঘড়ি করেই নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে বাইডেন সরকার। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি