ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

তালেবানরা সব পর্যায়ের গণমাধ্যমকে হয়রানি করছে: যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ২২ আগস্ট ২০২১

আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়ার পর তালেবানরা গণমাধ্যকে হয়রানি করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র নেড প্রাইসও সম্প্রতি এ কথা উল্লেখ করে জানিয়েছেন সব স্তরের গণমাধ্যমই এ হয়রানির শিকার হচ্ছে। তালেবান কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছেন বলে উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রনালয়ের এক দৈনিক সংবাদ সম্মেলনে মুখপাত্র প্রাইস বলেন, ‘আমাদের সব বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করেছি।’ তালেবানরা গণমাধ্যমগুলোকে হয়রানি করছে এমন প্রতিবেদনগুলি প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি এ কথা জানান। 

একইদিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মার্কিন প্রতিনিধিদের জানান, কাবুলে তালেবানদের (যা রাশিয়ায় নিষিদ্ধ) সঙ্গে ঝগড়া করেছে। নাগরিকরা নির্বিঘ্নে বিমানবন্দরে প্রবেশ করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন দাবির সঙ্গে এ পরিস্থিতি অসামঞ্জস্যপূর্ণ।

প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র জন কিরবি পরবর্তীতে স্বীকার করেন যে আমেরিকানরা তালেবান বাহিনীর কাছে হয়রানি এবং মাঝে মাঝে নির্যাতনের শিকার হচ্ছেন এমন তথ্যযুক্ত প্রতিবেদনগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ অবগত ছিলো। এই প্রতিবেদনগুলিকে তিনি গভীর উদ্বেগজনক হিসেবে অভিহিত করেছেন। সূত্র: এএনআই

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি