ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডে গত ছয় মাসে করোনায় প্রথম মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ৪ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডে ছয় মাস পর করোনাভাইরাসে একজন মারা গেছে। তবে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে অকল্যান্ড হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯০ বছরের এক নারী মারা গেছে। তিনি ভেন্টিলেটর কিংবা নিবিড় পরিচর্যা সহায়তা নিতে পারেননি।

নিউজিল্যান্ডে করোনায় মারা যাওয়া ব্যক্তি হিসেবে তিনি ২৭তম এবং চলতি বছর ১৬ ফেব্রুয়ারির পর প্রথম ব্যক্তি। তিনি বাসাতেই করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।
 
দেশটিতে গত ছয় মাস আগে স্থানীয়ভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ পর্যায়ের লকডাউন দিয়ে তা নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হয়।

শনিবার নতুন করে আরও ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত সপ্তাহে এ সংখ্যা ছিল ৮৪। নিউজিল্যান্ডে গত ছয় মাসে এ পর্যন্ত ৭৮২ করোনা রোগী শনাক্ত হয়েছে। 


এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি