ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

৩৩ যাত্রী নিয়ে পাহাড় থেকে ৪শ’ মিটার নিচে বাস, নিহত ২৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ৭ সেপ্টেম্বর ২০২১

বলিভিয়ার মধ্যাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে গেছে। এতে অন্তত ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিন শিশু রয়েছে। 

কোচাবাম্মা রাজ্যে সোমবার এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ খবর জানিয়েছে। বাসটি ৩৩ যাত্রী নিয়ে পাহাড় থেকে ৪শ’ মিটার নিচে পড়ে যায়। 

দুর্ঘটনায় চালকের স্ত্রীও নিহত হয়েছে। চালক বলছে, আমি ব্রেকে চাপ দিলাম। কিন্তু ব্রেক কাজ করছিল না। 

এতে আহত হয়েছে ১৩ জন। তাদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।
 
এ দিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি