ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ইরাকে মার্কিন রসদবাহী বহরে হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ৭ সেপ্টেম্বর ২০২১

মার্কিন বহরে হামলা (ফাইল ফটো)

মার্কিন বহরে হামলা (ফাইল ফটো)

ইরাকের মধ্যাঞ্চলীয় বাবিল প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর রসদবাহী একটি বহরে হামলা হয়েছে। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান যখন দিন দিন জোরদার হচ্ছে তখন এই হামলা হলো। বাবিল প্রদেশের কালসু সেতুর কাছে মার্কিন বহর হামলার শিকার হয়।

একটি নিরাপত্তা সূত্র ইরাকের শাফাক নিউজ এজেন্সি জানিয়েছে যে, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনাদের জন্য সামরিক সরঞ্জামাদি নেয়া হচ্ছিল ওই বহরে করে। কোন ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব এখন পর্যন্ত স্বীকার করে নি তবে আসহাব আল-কাহাফ নামে একটি সংগঠন সামাজিক যোগাযোগের মাধ্যমে হামলার একটি ভিডিও আপলোড করেছে। এই সংগঠন এর আগেও কয়েকবার মার্কিন সামরিক বহরের উপর হামলার দাবি করেছিল।

২০২০ সালের ৫ জানুয়ারি ইরাকের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করা হয় যাতে ইরাক থেকে সমস্ত মার্কিন সেনা বহিষ্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল। এই প্রস্তাব অনুসারে ইরাক সরকার সেনা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানালেও ওয়াশিংটন তাতে কান দেয় নি। এতে ক্ষিপ্ত হয়ে ইরাকের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন মার্কিন সেনা বহরের ওপর হামলা শুরু করেছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি