ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ইউক্রেনের খনিতে দুর্ঘটনায় ৯ শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২১

খনিতে কর্মরত শ্রমিকরা

খনিতে কর্মরত শ্রমিকরা

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের একটি খনিতে খাঁচার স্টিলের দড়ি ছিড়ে পড়ে গেলে ৯ শ্রমিক নিহত এবং ১৯ জন আহত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর এএফপি’র।

সোমবার (৬ সেপ্টেম্বর) ওই দুর্ঘটনার সময় শ্রমিকরা পূর্ব লুগানস্ক অঞ্চলের ভোজনেসেনভকা শহরে খনির খাদে নামছিল। স্ব-ঘোষিত লুগানস্ক গণপ্রজাতন্ত্রের জরুরি সেবা রিপাবলিকের এক বিবৃতিতে বলা হয়েছে যে, খনি শ্রমিকদের তাদের কর্মস্থলে নামিয়ে দেয়ার সময় একটি খাঁচার দড়ি ছিড়ে পড়ে যায়।

জরুরি সেবা জানিয়েছে, নয় জনের মৃতদেহ আনা হয়েছে ও ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘‘দুর্ঘটনা তদন্ত করার জন্য একটি সরকারি কমিশন গঠন করা হয়েছে।” 

প্রসঙ্গত, ইউক্রেনীয় খনিতে প্রায়ই এ ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি