ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইন্দোনেশিয়ায় কারাগারে আগুন, নিহত ৪১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ৮ সেপ্টেম্বর ২০২১

ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারারক্ষী ও কয়েদিসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে দেশটির পশ্চিম জাভার বেনটেন প্রদেশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, কারাগারের পাশের একটি ভবনের উপর থেকে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। সেখানকার গণমাধ্যমের তথ্যমতে, এঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর জানা গেছে। গুরুতর আহতদের চিকিৎসা চলছে।

দেশটির কারা বিভাগের মূখপ্রাত্র জানান, আগুন লাগার খবর পেয়ে বন্দীদের সরিয়ে নেয়া শুরু করেন তারা। 

কারাগারের যেই ব্লকটিতে আগুনের সূত্রপাত হয়, সেখানে মাদক সংক্রান্ত অপরাধীদের রাখা হয়েছিলো এবং ১২২ জন বন্দীর ধারণ ক্ষমতা ছিলো ওই ব্লকে। তবে আগুন লাগার সময় সেখানে কত জন বন্দী ছিলো এবিষয়ে কোনো তথ্য দেননি তিনি। 

দেশটির পুলিশ প্রশাসনের মূখপাত্র মেট্রো নিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। 
এসবি/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি