ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

প্রথমবারের মতো হেলিকপ্টার মহড়া চালালো সিরিয়া ও রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ৮ সেপ্টেম্বর ২০২১

মহড়ায় অংশ নেয়া একটি হেলিকপ্টার

মহড়ায় অংশ নেয়া একটি হেলিকপ্টার

প্রথমবারের মতো সিরিয়া এবং রাশিয়ার হেলিকপ্টার পাইলটরা যৌথ মহড়ায় অংশ নিয়েছেন। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে এই মহড়া অনুষ্ঠিত হয়। সিরিয়ায় মোতায়েন রাশিয়ার এভিয়েশন ফোর্সের প্রধান আন্দ্রেই ইয়ারমাকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।

তিনি বলেন, প্রথম পর্বের মহড়ায় দু’দেশের পাইলটরা ট্যাকটিক্যাল ফ্লাইট ট্রেনিংয়ে অংশ নেন। ইয়ারমাকভ বলেন, প্রশিক্ষণের সময় রাশিয়া এবং সিরিয়ার এয়ার ইউনিটের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তু এবং আকস্মিক লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন চালানো হয়।

এই প্রথম সিরিয়া ও রাশিয়ার পাইলটরা এমন যৌথ মহড়ায় অংশ নিলেন। এতে রাশিয়ার এমআই-৮ পরিবহন হেলিকপ্টার ও কামভ কেএ-৫২ কমব্যাট হেলিকপ্টার এবং সিরিয়ার পক্ষ থেকে এমআই-২৪ হেলিকপ্টার ব্যবহার করা হয়। মহড়ায় বাস্তব যুদ্ধ-পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়।

সিরিয়া ও রাশিয়া যখন যৌথভাবে যখন প্রতিপক্ষের বিরুদ্ধে বাস্তবে লড়াই করছে তখন দু দেশের হেলিকপ্টার পাইলটরা এই মহড়া চালালেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি