ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাঞ্জশিরের নিয়ন্ত্রণ এখনও তালেবানের হাতে যায়নি: মাসুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৯:৪১, ৮ সেপ্টেম্বর ২০২১

আহমাদ মাসুদের প্রতিরোধ ফ্রন্টের কয়েকজন যোদ্ধা

আহমাদ মাসুদের প্রতিরোধ ফ্রন্টের কয়েকজন যোদ্ধা

Ekushey Television Ltd.

আফগানিস্তানের জাতীয় বীর আহমাদ শাহ মাসুদের ভাই আহমাদ ওয়ালি মাসুদ বলেছেন, পাঞ্জশিরের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি তালেবানের হাতে চলে যায়নি। তালেবান গোষ্ঠী পাঞ্জশির নিয়ন্ত্রণের যে দাবি করছে তা সঠিক নয়।

প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধারা এখনও যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। 

জেনেভায় আফগানিস্তানের প্রতিনিধির দপ্তরে এক বৈঠকে তিনি আরও বলেছেন, ভাতিজা আহমাদ মাসুদের নেতৃত্বাধীন তালেবান বিরোধী প্রতিরোধ ফ্রন্ট এখনও তালেবানের কাছে আত্মসমর্পণ করেনি এবং এই ফ্রন্টের যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছে।

গতকালও পাঞ্জশিরের প্রতিরোধ ফ্রন্টের একটি সূত্র লড়াই চালিয়ে যাওয়ার দাবি করে বলেছিল, গোটা প্রদেশ তালেবান নিয়ন্ত্রণ করছে এমন কথা সঠিক নয়।

বর্তমানে পাঞ্জশিরের প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন আহমাদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় বিজয় দাবি করেছে তালেবান। তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ সোমবার বলেছেন, ‘এই বিজয়ের মধ্যদিয়ে আমাদের দেশ পুরোপুরি যুদ্ধের ডামাডোল থেকে মুক্তি পেল।’

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি