ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্ষমা চাইলেন আশরাফ ঘানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ৯ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য ক্ষমা চেয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার আভাসে দেশ ছাড়েন তিনি। এরপর আশ্রয় নেন সংযুক্ত আরব আমিরাতে। 

কাবুল ছাড়ার পর তিনি কাবুলের জনগণের উদ্দেশ্যে প্রথমবারের মত কথা বলেছেন। নিজের টুইটার একাউন্টে বুধবার একটি টুইট বার্তায় দেশ ছাড়ার জন্য দু:খ প্রকাশ করেন তিনি। এতে ঘানি বলেন, আফগানের নাগরিকদের ছাড়তে চাননি তিনি। কাবুল ছাড়ার সিদ্ধান্ত তার জন্য খুব কঠিন ছিল। তবে এছাড়া আর কোন উপায়ও ছিল না। 

শেষ সময়ের চিত্র কিছুটা ভিন্ন হতে পারত, যা সম্ভব হয়নি। এছাড়া ঘানি বলেন, রক্তপাতবন্ধের জন্যই মূলত এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মূলত কাবুল এবং কাবুলের ছয় মিলিয়ন জনগণকের নিরাপত্তার কথাই ভেবেছিলেন তিনি। 

টুইট বার্তায়, আফগানিস্তান থেকে বিপুল পরিমাণ অর্থ সাথে নিয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছিল তা তিনি অস্বীকারও করেন। এ নিয়ে তিনি জানান, পরিধেয় বস্ত্র ছাড়া আর কিছুই সাথে নেন নি ঘানি। 

উল্লেখ্য, নানা জল্পনা-কল্পনার পর আফগানিস্তানে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন তালেবান সরকার। নতুন এই সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান হয়েছেন মোহাম্মদ হাসান আখুন্দ। আর হাসানের সহকারী হয়েছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার। 

তালেবান যে ‘অন্তর্বর্তীকালীন’ সরকারের ঘোষণা দিয়েছে, তাতে পুরনো মুখদেরই প্রাধান্য দিয়েছে সংগঠনটি।

সূত্র : বিবিসি
এসবি/এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি