ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেক্সিকোতে পাহাড় ধসে নিখোঁজ ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ১১ সেপ্টেম্বর ২০২১

মেক্সিকো সিটির কাছে শুক্রবার পাহাড় ধসে কমপক্ষে চার জন নিখোঁজ রয়েছে। পাহাড়ের পাশে থাকা ঘর বাড়ির ওপর বিশাল আকারের মাটি ধসে পড়লে তারা নিখোঁজ হন। উদ্ধার কর্মীরা তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

রাজধানীর একেবারে উপকণ্ঠে অবস্থিত তলালনাপেন্তলার মেয়র রাসিয়েল পেরেজ বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা।’

তিনি জানান, সেখানে পাহাড় ধসে মাটির নিচে তিনটি বাড়ি চাপা পড়েছে।

কর্তৃপক্ষ জানায়, ধসে পড়া মাটি সরাতে ঘটনাস্থলে একটি খনন যন্ত্রসহ শক্তিশালী মেশিনারি পাঠানো হয়েছে এবং পার্শ্ববর্তী ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। মেয়রের দপ্তর থেকে প্রকাশ করা বিভিন্ন ছবিতে জরুরি কর্মীদের ধসে পড়া বিশাল আকারের মাটির স্তুপ সরিয়ে ফেলতে দেখা যাচ্ছে।

মেক্সিকোর মধ্যাঞ্চলে প্রবল বর্ষণ এবং প্রশান্ত মহাসাগর উপকূলের কাছে মঙ্গলবার রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর সেখানে এ পাহাড় ধসের ঘটনা ঘটলো। মেক্সিকোর রাজধানী ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে এ ভূমিকম্প অনুভূত হয়।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি