ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ভিক্ষুকের বিলাসবহুল জীবনযাপন, মাসে আয় ৭৫ হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ১৫ সেপ্টেম্বর ২০২১

একজন ভিক্ষুক সরকারি বা বেসরকারি কর্মীর থেকে অনেক বেশি আয় করছেন। তার জীবনযাপনও বিলাসবহুল। এই ভিক্ষুকের মাসিক আয় ও সম্পত্তির পরিমাণ শুনলে চমকে উঠবেন।

ঘটনাটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের। এই ভিখারির নাম ভরত জৈন। দেশটির সংবাদমাধ্যমের দাবি ভরতই হচ্ছে ওই দেশের সবচেয়ে ‘ধনী’ ভিখারি। ভরত মূলত মুম্বাইয়ের প্যারেল এলাকাতে ভিক্ষা করেন। 

ঊনপঞ্চাশ বয়সী ভরতের মাসিক আয় ৭৫ হাজার টাকার বেশি। শুধু তাই নয়, ভরতের দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে। যার এক একটির দাম ৮০ লাখ টাকা। ভরতের একটি দোকান আছে। ওই দোকান ভাড়া দিয়ে মাসে ১০ হাজার টাকা পান তিনি।

বাবা, দুই ভাই, স্ত্রী এবং দুই ছেলে নিয়ে ভরতের সংসার।

শুধু ভরতই নন, এই তালিকায় রয়েছেন কলকাতার লক্ষ্মী দাসও। ১৯৬৪ সাল থেকে ভিক্ষা শুরু করেন লক্ষ্মী। তখন তার বয়স ছিল ১৬ বছর। পঞ্চাশ বছরের বেশি ভিক্ষা করেই বিপুল অর্থ সংগ্রহ করছেন তিনি। স্থানীয় একটি পত্রিকার রিপোর্টে দাবি করা হয়েছে, লক্ষ্মীর মাসিক আয় ৩০ হাজার টাকা। ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে বিপুল পরিমাণ টাকা।

সূত্র: আনন্দবাজার

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি